এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি নিচে উল্লেখিত সকল শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন। অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহারের আগে শর্তাবলি মনোযোগসহকারে পড়ুন।
১. সাধারণ শর্ত
Habit Enterprise একটি বাংলাদেশভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম। ওয়েবসাইটে প্রবেশ, ব্রাউজ বা অর্ডার করার মাধ্যমে আপনি এই শর্তাবলি মেনে চলতে সম্মত হচ্ছেন।
২. অ্যাকাউন্ট ও তথ্য
গ্রাহক প্রদত্ত সকল ব্যক্তিগত তথ্য সঠিক, হালনাগাদ ও সম্পূর্ণ হওয়া আবশ্যক। ভুল বা বিভ্রান্তিকর তথ্যের কারণে অর্ডার বাতিল বা ডেলিভারি ব্যর্থ হলে Habit Enterprise দায়ী থাকবে না।
৩. পণ্যের তথ্য ও মূল্য
আমরা পণ্যের সঠিক তথ্য ও মূল্য প্রদর্শনের সর্বোচ্চ চেষ্টা করি। তবে অনিচ্ছাকৃত কোনো ভুল বা টাইপোগ্রাফিক ত্রুটি হলে Habit Enterprise পূর্ব ঘোষণা ছাড়াই অর্ডার বাতিল বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
৪. অর্ডার গ্রহণ ও বাতিল
Habit Enterprise যে কোনো সময়, যুক্তিসংগত কারণে, অর্ডার গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে। অর্ডার কনফার্মেশনের আগে বা পরে প্রয়োজনবোধে গ্রাহকের সাথে যোগাযোগ করা হতে পারে।
৫. পেমেন্ট
ওয়েবসাইটে প্রদত্ত সকল পেমেন্ট মেথড নিরাপদ ও নির্ভরযোগ্য। পেমেন্ট সম্পন্ন না হলে অর্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে না।
৬. ডেলিভারি
ডেলিভারি সময় ও চার্জ আমাদের ডেলিভারি পলিসি অনুযায়ী প্রযোজ্য হবে। অনিবার্য কারণজনিত বিলম্বের জন্য Habit Enterprise দায়ী থাকবে না।
৭. রিটার্ন ও রিফান্ড
রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত সকল নিয়ম আমাদের Return & Refund Policy অনুযায়ী পরিচালিত হবে।
৮. কপিরাইট ও মেধাস্বত্ব
এই ওয়েবসাইটের সকল কনটেন্ট (টেক্সট, ছবি, লোগো, গ্রাফিক্স) Habit Enterprise-এর সম্পত্তি। অনুমতি ছাড়া কোনো কনটেন্ট ব্যবহার, কপি বা পুনঃপ্রকাশ আইনত দণ্ডনীয়।
৯. দায় সীমাবদ্ধতা
ওয়েবসাইট ব্যবহারজনিত কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য Habit Enterprise দায়ী থাকবে না, যদি তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ঘটে।
১০. শর্তাবলি পরিবর্তন
Habit Enterprise যে কোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলি পরিবর্তন, পরিবর্ধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
১১. আইন ও বিচারব্যবস্থা
এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের আদালতসমূহের এখতিয়ার প্রযোজ্য হবে।